কাপাসগোলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ’মা সমাবেশ’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের বাচ্চুর সভাপতিত্বে সহকারী শিক্ষক হাসমত আরা বেগমের সঞ্চালানায় বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার (১০ অক্টোবর) অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূর মোস্তফা টিনু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, কোতোয়ালী থানা সহকারী শিক্ষা অফিসার লিপি রানী গোপ, অভিভাবক কমিটির সভাপতি আমিনুল হক রমজু। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইয়াছমিন আকতার। আরো বক্তব্য রাখেন শামীম আরা বেগম, কায়সার আহমদ, এস এম দেলোয়ার, শিল্পী বড়ুয়া, নার্গিস সুলতানা, রোকেয়া বেগম, লুৎফুন নাহার, ফাল্গুনী তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন জয়নব বেগম, কাজী রুমান্না, নাসরিন আকতার, মিশকাত সুলতানা প্রমুখ। সভায় বক্তরা বলেন “শিক্ষিত মা সুরভিত ফুল, একটি ঘর হবে এক একটি স্কুল” এই মূল মন্ত্র সামনে রেখে প্রতিটি মাকে এক জন শিক্ষার্থীর প্রতিদিন স্কুলের উপস্থিত নিশ্চিত করা, স্কুলে শ্রেণি কার্যক্রমে পাঠদানে শ্রেণি শিক্ষকের যত্নবান হওয়া সর্বোপরি দিনের বাড়ীর কাজ দিনেই শেষ করার উপর গুরুত্ব¡ আরোপ করেন। একজন শিক্ষার্থী শ্রেণি কার্যক্রম নিয়মিত অনুসরণ করলে ঐ শিক্ষার্থীর বার্ষিক শ্রেণী মূল্যায়নে অবশ্যই ভাল ফলাফল করবে।