চট্টগ্রামের কর্ণফুলীতে আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই)এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুফতি শহিদুল ইসলাম
(রহ:)এর স্মরণে ১৯তম শানে মুস্তাফা (সা:) কনফারেন্স ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
(২১সেপ্টেম্বর) শনিবার উপজেলার মধ্যম শিকলবাহা আল-মারকাজুল ইসলামী কিন্ডার গার্ডেন ও মডেল হিফজ খানার মাদ্রাসা প্রাঙ্গণে সকাল থেকে কোরআন তেলাওয়াত, হাদিস,কবিতা আবৃত্তি, নাত,কেরাত সহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশে নেন প্রতিষ্ঠানটির শিক্ষাক,শিক্ষার্থীর,অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।বিকাল পাঁচ’টার দিকে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মাওলানা আহমদ বাকের আজিজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এ.এম.আই এর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযাহ শহিদুল ইসলাম,
সম্মানিত অতিথি ছিলেন মাওলানা ইসমাইল বোখারী কাশিনী, মাওলানা আবদুল্লাহ আল মারুফ,মুফতি ইনামুল হাসান, মাওলানা জিয়াউর রহমান, মো: ইলিয়াস প্রমূখ।