চট্টগ্রামের কর্ণফুলীতে শাহমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাপা চক্রবর্তী’কে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর (সোমবার) বিকালে দিকে উপজেলার বড়উঠান ইউনিয়ন শাহমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলার (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন ধরের সভাপতিত্বে ও শাহমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চন্দনার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সৈয়দা আমাতুল্লা আরজু,বিশেষ অতিথি ছিলেন ফয়জুলবারী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.খলিলুর রহমান,বিদ্যালয় পরিচালনাকমিটির সাবেক সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মোঃ নাসিম মিয়া মেম্বার, মোঃ আলমগীর, মোঃ দেলোয়ার, মোঃ ফোরকান,প্রাত্তন শিক্ষার্থী মোঃশাহজাহান জুয়েল,মোঃ জসিম উদ্দিন,মোঃ জাহাঙ্গীর আলম,মোহাম্মদ ইমতিয়াজ প্রমূখ।
এসময় বক্তারা চাপা চক্রবর্তীর দীর্ঘ ২৭ বছরের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার অনেকাংশ উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে সেই শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।
আমরা তার ভবিষ্যত দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক চাপা চক্রবর্তী’কে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।