চট্টগ্রামের কর্ণফুলীতে প্রবাসী দুই ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তারই জন্মদাতা পিতা নুরুল হক চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধ। পিতাকে হত্যা করার পর এলাকা থেকে পালিয়ে যান ঘাতক দুই ছেলে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়উঠান ইউপির শাহমীরপুর ৬নং ওয়ার্ড গোয়াল বাপের বাড়িতে এমন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষীহন এলাকাবাসী।
জানা গেছে, ঘাতক দুই ছেলের নাম নেজাম উদ্দীন (৩৩) ও মিজান (২৭), তারা দুইজনই ছিলেন প্রবাসী, তাদের মধ্যে বড় ছেলে নিজাম গত শুক্রবার কাতার থেকে ও ছোট ভাই মিজান আজ বুধবার সকালে দুবাই থেকে দেশে ফিরেছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত নুরুল হক চৌধুরীর সাথে তার স্ত্রীর,সন্তানের ঝগড়া চলছিলো,সম্ভবত জমিজমা নিয়ে ঝগড়া হতো তাদের মধ্যে, নুরুল হক চৌধুরী একাই থাকতেন, স্ত্রী সন্তানরা তার দেখাশোনা করতো না,নিজের রান্না নিজেই করে খেতেন বলে জানা যায়, গত শুক্রবারে তার বড় নেজাম উদ্দীন দেশে আসে,তার পরও ছিল সব কিছু স্বাভাবিক, হঠাৎ করে আজ সকালে দেশে ফিরে আসে তার ছোট ছেলে মিজান বিকাল পর্যন্ত সব ঠিক থাকলেও সন্ধ্যা পরে বেরিয়ে আসে ঘাতক ছেলেদের আসলরুপ বৃদ্ধ বাবার হাত পা বেধে হত্যা করে পালিয়ে যায় তারই দুই ছেলে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
খুনের বিষয়ে কিছুই জানেন না এমনটাই দাবি নিহতের স্ত্রী লুতফর নাহারের।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান জানান,প্রবাস ফেরত দুই ছেলে মিলে বাবাকে খুন করে পালিয়ে যাই এমন খবরে পুলিশ ঘটনার স্থলে গিয়ে বাবার লাশ উদ্ধার করে এবং নিহতের স্ত্রী লুতফর নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।এ ঘটনায় মামলা রুজু করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।