আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    এস আলমের টাকার সন্ধানে কর্ণফুলীতে দুই বাড়ি ও কবরস্থানে তল্লাশি

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    পাঁচ বস্তা টাকা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের বোখারের শ্বশুর বাড়ি, স্থানীয় ইউপি সদস্যের বাড়ি ও এলাকার কবরস্থানে অভিযান চালিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।যদিও অভিযানে কোনো টাকা বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার (ওসি তদন্ত) মো মেহেদী হাসান।

    (৪ সেপ্টেম্বর) বুধবার বিকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ৯নং ওয়ার্ডে অবস্থিত এস আলমের বোখার মো: নাছির উদ্দীনের শ্বশুর ও স্থানীয় ইউপি সদস্য নবী মেম্বারের বাড়ি এবং ওই এলাকার একটি কবরস্থানে তল্লাশি করা হয়।

    তল্লাশি অভিযানের নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার (ওসি তদন্ত) মো: মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্ততে আমরা জানতে পারি চরলক্ষ্যা ৯নং ওয়ার্ডে অবস্থিত এস আলমের বোখার নাছির উদ্দীনের শ্বশুর বাড়িতে প্রায় পাঁচ বস্তা টাকা মজুদ রাখা হয়েছে,এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযুক্ত নাছির উদ্দীনের শ্বশুর বাড়ি, ওই এলাকার ইউপি সদস্য নবী মেম্বারের বাড়ি ও স্থানীয় কবরস্থানে তল্লাশি করা হয়। তল্লাশিতে কোনো টাকা বা কাউকে আটক হয়নি। তবে পুলিশ এই বিষয়ে তদন্ত করবে, অভিযুক্তরা পুলিশের নজরদারিতে থাকবে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আমরা কয়েকদিন আগে থেকে শুনতেছি এস আলমের বোখার নাছিরের শ্বশুর বাড়িতে স্থানীয় ইউপি সদস্য নবী মেম্বার সাহায্যে একাধিক টাকার বস্তা মজুদ করা হয়েছে। তবে আমরা দেখি নাই,এখন দেখতেছি পুলিশ তল্লাসি চালাচ্ছে।

    অভিযুক্ত ৯নং ওয়ার্ড ইউপি সদস্য নবী মেম্বার বলেন, এলাকার কিছু মানুষ আমারকে নিয়ে মিথ্যাচার করতেছে, এলাকায় আমাকে হেয় করার জন্য বিষয়টির সাথে আমার নাম জড়িয়েছে,অথচ এই বিষয়ে আমি কিছুই জানি না।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব