আজ শুক্রবার ║ ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    একুশে বইমেলায় চবি শিক্ষার্থী রিয়াদের কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন -এর প্রথম কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’।

    কাব্যগ্রন্থটিতে রয়েছে ফিলিস্তিন, প্রেম এবং ফ্যাসিবাদী সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের এক নান্দনিক বয়ান। ভূমিকা লিখেছেন বিশিষ্ট কবি ও সব্যসাচী লেখক, চবির বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ।

    তিনি বলেন, ‘‘মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের ‘বেথলেহেমের বুকের বারুদ’ তাঁর তরুণ হৃদয়ের আবেগ ও রক্তক্ষরণের প্রকাশ। বর্তমান বিশ্ব এক অগ্নিগর্ভ গোলার্ধ হয়ে উঠেছে এবং কালক্রমে যেন এক ভয়ংকর অগ্নুৎপাতের দিকে তা ধাবমান। রিয়াদের কবিতায় সেই তাপের আভা ও আঁচ টের পাওয়া যাচ্ছে। রিয়াদ উদ্দিনের কবিতায় মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাছাড়া সমকালীন জীবনের সংকটেও তাঁর কাব্যিক সাড়া লক্ষ করবার মতো।’’

    রিয়াদ উদ্দিনের সহপাঠী এবং চবির বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান আকিল বলেন, ‘‘হাজার হাজার নিরীহ মজলুম মুসলমান আর জবার রক্তিম ফুটন্ত কলির ন্যায় রক্তাক্ত নিষ্পাপ বালক-বালিকার ঐ করুণ বিদায়ী মুখ এবং হাজার বিশেক বিধবা নারীর সাদা শাড়ী এবং ঝরে পড়া জলপাই পাতার ধূসর ধ্বংস স্তুপের এক মহা-দলিল এই বেথলেহেমের বুকের বারুদ কাব্যগ্রন্থ ও তার প্রচ্ছদ। রিয়াদের এই লেখনিতে আর প্রচ্ছদে প্রেমের সাথে মিশে একাকার হয়ে গেছে মানব বিধ্বংসী ইতিহাসের এক ক্ষরণের কাল। ’’

    বইটি প্রকাশিত হচ্ছে ঢাকার বয়ান পাবলিকেশন্স থেকে। বইটি অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে মক্তব প্রকাশনের ৪০ নং স্টলে পাওয়া যাবে। এছাড়া ০১৮২০৯৩৭৮৫১ নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে নক বা কল দিয়েও পাওয়া যাবে বইটি।

    উল্লেখ্য, মুহাম্মাদ রিয়াদ উদ্দিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জন্মগ্রহণ করেন। পড়ালেখা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। নিয়মিত দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায়ও লেখালেখি করছেন তিনি।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব