আজ শনিবার ║ ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    উপজেলা ভাইস চেয়ারম্যানের মানহানী, যুবক কারাগারে

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহব্বায়ক জয়নব বিবি জলির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যা, বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ব্যক্তিগত মানহানীর ও রাজনৈতিক অনুসারীদের মধ্যে অসন্তোষ, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মিনহাজুল আবেদীন বিজয় (২৭) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    সোমবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ।

    এর আগে গতকাল রাতে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিনহাজুল আবেদরন বিজয় ওই এলাকার খয়রাতী মেম্বার বাড়ির মো. সেলিম উদ্দিনের ছেলে।

    জানা যায়, ২০২১ সালের ২০ মার্চ সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি মোছাম্মৎ সাদিয়া প্রকাশ সনি সিনহা ও মিনহাজুল আবেদীন বিজয় নামে দুজনকে আসামী করে সীতাকুণ্ড থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় আসামীদের বিরুদ্ধে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত তথ্য দিয়ে অপপ্রচার করার অভিযোগ আনা হয়েছে। একইসাথে আসামীদের কর্মকাণ্ডে বাদীর রাজনৈতিক অনুসারীদের মধ্যে অসন্তোষ, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ এজাহারে উল্লেখ করা হয়েছে।

    ওই মামলায় আরও উল্লেখ করা হয়েছে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলির এলাকা উত্তর ছলিমপুরের বাসিন্দা বয়োবৃদ্ধ সায়রা খাতুনকে তার ভাতিজী সনি সিনহা শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। তাকে খাবার দেওয়া দূরে থাক উল্টো সামাজিকভাবে হেয় করে বঞ্চিত করছে। অভিযোগ পেয়ে এ ঘটনার প্রতিবাদ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি। এতে ক্ষিপ্ত হয়ে সাদিয়া প্রকাশ সনি সিনহা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মিথ্যা অপপ্রচার করতে থাকে। এমনকি গলায় ফাঁসির দঁড়ি দিয়ে ব্যানার ছাপিয়ে সংবাদ সম্মেলন করে মানহানী করে। একই কাজে লিপ্ত হয় ২ নম্বর আসামী মিনহাজুল আবেদীন বিজয়।

    এ ঘটনায় জয়নব বিবি জলি মামলা দায়ের করলেও সীতাকুণ্ডের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার অনুসারী হওয়ায় দীর্ঘ দিনেও গ্রেপ্তার হননি মিনহাজুল আবেদীন বিজয়। অবশেষে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে।

    এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি তদন্ত আবু সাঈদ বলেন, মিনহাজুল আবেদীন বিজয় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হচ্ছে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব