পবিত্র ইদ উল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেসের অফ ডে বাতিল করা হয়েছে। ফলে আগামী কাল (০২.০৪.২০২৪ ইং তারিখ) মঙ্গলবার ইদ-উল ফিতর উপলক্ষ্যে ৭৮৭ সোনার বাংলা চট্টগ্রাম হতে ঢাকার উদ্দেশ্যে এবং ৭১২ উপকূল এক্সপ্রেস ঢাকা হতে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। রেলওয়ের পুর্বাঞ্চলের প্রধান কার্যালয়ের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইদ উল ফিতর উপলক্ষ্যে ট্রেন দুটির অফ-ডে প্রত্যহার করা হয়েছে। অনলাইন এবং কাউন্টার হতে যাত্রী সাধারণ এই ট্রেনের টিকেট সংগ্রহ করতে পারবেন।
খবরটি পড়েছেন : ২০ ৫