পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর অফিস ভাংচুরের মামলায় জামিন পেয়েছেন নৌকা প্রার্থীর ২০ নেতাকর্মী। তারা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোঃ সায়েম (৪৫), কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম (৪৭), ইউপি মেম্বার খোরশেদ আলম, (৪০), কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন (৪৫), হোসেন (৪৫), মোহাম্মদ জসিম উদ্দিন (৪৮), পটিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু (৪৫), মোঃ জানে আলম (২৭), মহিউদ্দিন সুমন (৪২), মোঃ শামিম (৪০), আব্দুল রহিম (৪০), আবদুল কাদের (২৮), মোঃ লিটন, (৩৫), মনজুরুল আলম (৪০), পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন (৩৮), খোরশেদ আলম ডালি (৪০), মোঃ সুমন (৩০), মোঃ সুজন (২৮), আরশেদ (২৮), জামাল (৩৫)। বৃহস্পতিবার সকালে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমদের আদালত থেকে জামিন পেয়েছেন। বিবাদীদের পক্ষে মামলা পরিচালনা করেন মহানগর আদালতের পিপি এডভোকেট আবদুর রশিদ।
জানা গেছে, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী অফিস গত ১৮ ডিসেম্বর রাতে ভাংচুর করা হয়। এ ঘটনায় আবদুর রহিম নামের একজন বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামী করা হয় নৌকার সমর্থিত ২০ জন নেতাকর্মী রয়েছে।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর কিছু উৎশৃঙ্খল যুবক তাদের অফিস তারাই ভাংচুর করে উল্টো মামলা করেছে। মিথ্যা মামলায় দলীয় নেতাকর্মীরা জামিনে মুক্ত হয়েছেন।