বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দীর্ঘদিন কারা নির্যাতিত নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে দেখতে তাঁর বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। এসময় তিনি বিএনপির সদ্য কারামুক্ত এ নেতার শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ের খোঁজখবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক স¤পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর অফিস স¤পাদক আবু হেনা মোস্তফা কামাল, উত্তর জেলা সমাজসেবা স¤পাদক মাস্টার নুরুস সালাম, সীতাকুন্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান।