আজ রবিবার ║ ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ রবিবার ║ ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    আমি পথশিশু

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    তোমরা মানুষ আর আমি ফুটপাতে বেড়ে উঠা পথশিশু,
    তোমরা যখন ঘুমাতে যাও ভীষণ ভোরে,
    ঠিক তখন আমি বের হই খাবারের খোঁজে,
    আধো আলো আধো আধারে রেললাইন
    ধরে হাঁটতে হাঁটতে সাজাই আমার স্বপ্নের দুনিয়া।

    জানো,তোমাদের চাকচিক্যময় জীবন আমায় আন্দোলিত করে না,
    বিশ্বাস কর, বিন্দুমাত্র কৌতূহল উদ্রেক করে না।
    যখন গভীর রাতে ফ্লাইওভারের নিচে আমার জীর্ণ দেহ তন্দ্রায় আচ্ছন্ন থাকে,
    তখনও না!

    তোমাদের লাল মার্সিডিজ কিংবা কালো বিএমডব্লিউ,
    আমার মনে কোন আকাঙ্ক্ষার সৃষ্টি করে না,
    তোমাদের দামি স্যুট, কড়া পারফিউম কিংবা রাতভর পার্টির মাস্তি,
    আমার স্বপ্নের জগতে আঘাত করে না,করে না কখনোই লাইনচ্যুত!

    তোমরা ভাবতে পারো জীবনের প্রতি হয়ত আমার অনেক অভিযোগ,
    কিন্তুু না, বিধাতার প্রতি আমার নেই কোন ক্ষোভ!
    আমার কাছে গুলশান, বনানী, কাকরাইল বস্তি কিংবা মহাখালীর ফুটপাতে কোন ভিন্নতা নেই,
    ভিন্নতা শুধু বিবেকে শুধুই মরমে!

    লেখকঃ
    শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব