প্রয়াত ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে চাটগাঁইয়্যা নওজোয়ানের স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিল চাটগাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে বুধবার (১৮ অক্টোবর) নগরীর জামালখানস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ৫ম ও সংগঠনের দুইজন প্রয়াত সদস্য সাফাত ইব্রাহীম ও তাজুল ইসলাম টুটুল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনানুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাজিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর আনজুমানারা বেগম, সাবেক কাউন্সিলর এড. রেহেনা বেগম রানু, লেখক ও সাংবাদিক কামাল উদ্দিন, সিএমবিএ সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্যাকব ডায়েস, মডেল এবং অভিনেতা মুকিত জাকারিয়া, জয়নাল আবেদিন ও ইকবাল হায়দার সহ প্রমুখ।
সংগঠনের সাধারন সম্পাদক রকিবুল হাসান সোহেলের তত্বাবধানে আয়োজনে আরো উপস্থিত ছিলেন প্রয়াত দুই জন সদস্যের পরিবারবর্গ সহ মোঃ জসিম উদ্দিন চৌধুরী, জাফর ইকবাল, আবদুর রাজ্জাক, মোঃ মঞ্জুর আলম, মোঃ আবুল কালাম, মোঃ আনিসুর রহমান বাবলু, সীমা সেন, মাইমুনুল হক মামুন, আচঁল চক্রবর্ত্তী, মাহাবুবুর রহমান সাগর, নুর জামাল চৌধুরী ও সংগঠনের অন্যান্য সদস্য সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজনে যা ছিল প্রয়াতদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন, আলোচনা সভা এবং এতিমদের মাঝে খাবার বিতরন। আমাদের প্রাণের দাবি চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর একটি মিউজিয়াম স্থাপন করা।