পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ,অপরাধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে উপজেলার শিকলবাজা ৬নং ওয়ার্ড জামালপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিকলবাহা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোবারক হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মনির হোসেন, ওসি তদন্ত মো মেহেদী হাসান, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবু তৈয়ব কন্ট্রাক্টার,ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো:আবু তাহের শীল বাড়ি প্রতিনিধি ও স্থানীয় স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মনির হোসেন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
এসময় উপস্থিত এলাকাবাসীরা পুলিশ’কে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।