
সারাদেশে আন্দোলনের নামে বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধী চক্রের নাশকতা, পুলিশ হত্যা, জ্বালাও পোড়াও হরতাল অবরোধের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নগরীর কোতোয়ালী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর এনায়েত বাজার মোড়ে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন – আওয়ামী লীগ নেতা আজাদ উল্লাহ নিজাম, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, অজিত বিশ্বাস, ছোটন বড়ুয়া, হুমায়ুন কবির রানা, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, ওমর ফারুক, মোঃ ইকবাল, মোঃ তসলিম, আমিন মোঃ সাইফুদ্দিন, সোনিয়া আজাদ, মোঃ মোরশেদ, আবুল কাশেম মাসুদ, মো. হায়দার, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাহেদ, এসকান্দর আলাী, আবু তাহের রানা, মোঃ ফরিদ, এহসানুল হক খোকা, তৌহিদুল ইসলাম মিথুন, শেখ তৌহিদুল ইসলাম আরদিন, রুপম সরকার, ইয়াছির আরফাত রিকু, রাজিব খান, মোঃ আনোয়ার প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ সংসদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে।যারা সংবিধানের বিরুদ্ধে যাবে এবং অগ্নি সন্রাস ও নৈরাজ্য সৃস্টি করবে, জনগণ তাদেরকে প্রতিহত করবে, দাঁতভাঙা জবাব দেওয়া হবে।