আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    মানসম্মত শিক্ষার জন্য অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সেতুবন্ধন তৈরি জরুরী

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বিশ্বমানবতার মুক্তির দূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (দ.)’র আগমনের মধ্য দিয়ে আরবের যত অন্ধকারচ্ছন্নতা, বর্বরতা এবং সকল প্রকার পৈশাচিকতা ও পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে সাম্য ও মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বশান্তি ও কল্যাণের পথই হল মহানবী (দ.)’র অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা। বক্তারা আরো বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এ ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই মানসম্মত শিক্ষাসহ শিশুর সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সেতুবন্ধন অত্যন্ত জরুরী। এ সেতু বন্ধন তৈরির মানসেই অভিভাবক সমাবেশের আয়োজন।

    ১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা হতে রাউজান হলদিয়া গর্জনীয়া রহমানিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসার হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক আলোচনা সভা এবং অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব হামিদী। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি আল্লামা সৈয়দ মুহাম্মদ আহসান হাবিব (মু.জি.আ)। মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা লুৎফর রহমানের যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কাজী সাঈদুল আলম খাকী (মু.জি.আ)। ঈদে মিলাদুন্নবী (দ.) এর তাৎপর্য ও শিক্ষার্থীদের একজন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকের ভূমিকার উপর আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা ওবায়দুন নাছের নঈমী, এস.এম বাবর, আলহাজ্ব ওসমান তালুকদার, মাওলানা মুনির আহমদ, মাওলানা আসিফ উল্লাহ, মুহাম্মদ হাবিবুল জাকারিয়া বি.এস.সি, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা নেজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শফিউল আলম, রাজনীতিক মাহবুবুল আলম, মাওলানা আলী ছিদ্দিকী, মাওলানা বেলাল উদ্দিন, এস.এম কমর উদ্দিন, এস.এম শহিদ উল্লাহ, এস.এম এয়াছিন, মুহাম্মদ মনছুর আলম। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ রমজান আলী, মুহাম্মদ জমির উদ্দিন রিপন, নুন্ নেহার খাতুন, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, খুরশিদা বেগম, ফরিদুল ইসলাম খন্দকার, মুহাম্মদ জাফর আলী. মাওলানা জাফর আলম নূরী, ছেমন আরা, মাওলানা গিয়াস উদ্দিন, মামুনুল আলম, কুতুব উদ্দিন

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর