
৩য় বারের মত মাঠে গড়াবে শেখ রাসেল অনুর্ধ ১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩। (শুক্রবার) ১৩ অক্টোবর থেকে শেখ রাসেল দিবসের দিন উদ্বোধন করা হবে এই টুর্নামেন্ট।
১১ অক্টোবর (বুধবার) নগরীর এম আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক লায়ন দিদারুল আলম চৌধুরী। এই সময় তিনি বলেন, শেখ রাসেলের প্রতি ভালোবাসা আর আর ক্ষুদে ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে এমন আয়োজন। এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মশিউর রহমান বলেন, সিজেকেএস’র পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ১৬ টি দলের অংশগ্রহনে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এই সময় আরও উপস্থিত ছিলেন চটগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামিম, সিএমপির সহকারী কমিশনার আতুব গ্রাউন্ড কমিটির কাউন্সিলর মফিজুর রহমান সহ অন্যরা। প্রতিবার এম আজিজ স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হলেও এবার দামপাড়া পুলিশ লাইনের মাঠে চলবে খেলা।
খবরটি পড়েছেন : ২০ ৭৪