
বিএনপি জামায়াতের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও মহানগর যুবলীগের সংগঠক সাইফুল আলম লিমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সিআরবি থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ কাজির দেউরী মোড়ে শেষ হয়। মহানগর যুবলীগের সংগঠক শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক সাইফুল আলম লিমন বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণের প্রতি আদর্শিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দেশবিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে বদ্ধ পরিকর। প্রতিবাদ সামাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সুজয়মান বড়ুয়া জিতু, চুয়েট ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দীন, নগর সেচ্ছাসেবক লীগের সংগঠক শেখ ফরিদ আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, কৃষক লীগ সংগঠক নজরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা আমিনুল ইসলাম সুমন, ইকবাল হোসেন জিকু, মামুনুর রশীদ, কৃষক মনিরুল আলম, মহানগর ছাত্রলীগ সদস্য শিবু দাশ গুপ্ত, ইফতেখার শায়ান, সম্মিলিত বেসরকারি বিশ্বিবদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম রাজু প্রমুখ।