আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে স্টুডেন্ট একশন প্রজেক্টের আয়োজনে স্বাস্থ্য সচেতন মূলক প্রদর্শনী

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় বুদ্ধিজীবী চত্ত্বরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ‘মাইন্ডফুল ক্যানভাস শিরোনামে স্টুডেন্ট একশন’ প্রজেক্টের উদ্যোগে আয়োজিত  আত্মসচেতন মূলক প্রোগামের আয়োজন করা হয়।’মানসিক স্বাস্থ্য বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা তেরি’এই স্লোগানকে সামনে রেখে প্রজেক্টের কার্যক্রম সূচনা করা হয়।
    Universal Declaration of Human Rights (UDHR) অনুসারে,প্রত্যেক নাগরিক এরই স্বাস্থ্যসেবা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। সেই ধারাবাহিকতায় আজ ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলেক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা ‘মাইন্ডফুল ক্যানভাস’ শিরোনামে একটি স্টুডেন্ট একশন প্রজেক্ট এর আয়োজন করেন।
    প্রজেক্টটির নেতৃত্বে ছিলেন ইংরেজি বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী সুমাইয়া বিনতে আলী। আরও ছিলেন লামে রাখাইন(নৃবিজ্ঞান বিভাগ,১৯-২০ সেশন), কে.এম আরিফুর রহমানব(আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২১-২২ সেশন), কামরুল হাসান রায়হান (মার্কেটিং, ২১-২২ সেশন)।
    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান ও সহযোগী অধ্যাপক জনাব মো:মহিউদ্দিন।
    প্রজেক্টির উদ্দেশ্য ছিলো, মানসিক স্বাস্থ্য বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করা। এই লক্ষ্যে আয়োজকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সৃজনশীল শিল্পকর্ম আহবান করেন এবং বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে একটি প্রদর্শনীর আয়োজন করেন।
    এই প্রদর্শনীর মাধ্যমে তারা শিল্পীর মনন ও চিন্তাকে সবার কাছে তুলে ধরেন। এই প্রদর্শনী প্রোগ্রামে একশত-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন ” শিল্পকর্ম যে সহজেই মনের ভাব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে এটি আগে আমাদের তেমন ধারণা ছিলোনা এটি আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে”। এছাড়াও শিক্ষার্থীরা আরো বলেন যারা এই ধরণের আয়োজন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি ভবিষ্যৎতেও আয়োজকরা যেন এই ধরনের আয়োজন অব্যাহত রাখে।
    স্টুডেন্ট একশন প্রজেক্টের টিম লিডার সুমাইয়া বিনতে আলী বলেন” আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই ধরনের কাজ অব্যাহত রাখবো যেন এই ধরনের সৃজনশীলমূলক কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনার প্রবণতা বাড়াতে পারি”।
    টিমলিডার সুমাইয়া বিনতে আলী তার সকল শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব যারা এই কাজে তাকে ও তার প্রজেক্টের কাজে সহযোগীতা করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বেলা ৪ ঘটিকায় প্রজেক্টের সকল কার্যক্রম সমাপ্ত করেন।
    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর