আজ শনিবার ║ ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    শহীদ মন্নান স্মৃতি সংস্থার উদ্যোগে শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) শহীদ আব্দুল মন্নানের কবরের পশ্চিম পাশ্ববর্তী খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টটি ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন শহীদ মন্নান স্মৃতি সংস্থার সম্মানিত উপদেষ্টা ও সীটেক্স লিমিটেড (সিইপিজেড)-এর পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত উপদেষ্টা ও এলাকার গর্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ সুফিবাদী ঐক্যফোরাম এর কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক নূর মোহাম্মদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত উপদেষ্টা এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক এবং মোহাম্মদ ইউসুফ। সংস্থার সাবেক সহ-সভাপতি জমির হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং শহীদ মন্নানের স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ মন্নান স্মৃতি সংস্থার সাবেক সফল সভাপতি গোলাম কিবরিয়া রনি ও মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপদেষ্টা মুহাম্মদ রুস্তম পাশা, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ হাকিম, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রহমত ও মোহাম্মদ সাইফু। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সাবেক কর্মকর্তা মোহাম্মদ আমান, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ জামাল, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ বেলালসহ কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন এবং সংস্থার সকল কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমিক দর্শক। টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা করেন তিনজন অভিজ্ঞ আম্পায়ার মোহাম্মদ মুন্না, মোহাম্মদ মিনহাজ ও মোহাম্মদ ফাহিম। চূড়ান্ত খেলায় উত্তর চট্টগ্রামের অন্যতম শক্তিশালী দল রাউজান ট্রফি ফাইটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে এ.কে.এম একাদশ রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বশেষ খবর