আজ শনিবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    হোটেল রেডিসনে ঈদ ফ্যাশন রানওয়ে; ঝলমলে সন্ধ্যায় তারকাদের গ্ল্যামার শো

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামে ঈদকে সামনে রেখে আলো গ্ল্যামারে ভরে উঠল চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু। নগরীর রেডিসন ব্লু’র মেজবান হলে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ‘ফ্লাগশিপ ১৩৮ ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন–৫: ঈদ ফ্যাশন রানওয়ে ২০২৫’। লামোর ইভেন্ট ও অ্যাটায়ার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্যাশন শোতে ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলদের পদচারণায় রীতিমতো উৎসবমুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

    বুধবার রাতে জমকালো এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল তমা মির্জা। মূল ফ্যাশন কিউ শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ঈদ ফ্যাশন রানওয়ের উদ্বোধন করেন।

    এবারের আয়োজনে দেশের শীর্ষ ১২ জন ডিজাইনারের এক্সক্লুসিভ ঈদ কালেকশন প্রদর্শিত হয়। ঢাকা ও চট্টগ্রামের নামকরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর পোশাকে ১২টিরও বেশি ফ্যাশন কিউতে অংশ নেন মডেলরা। র‍্যাম্পে দেশীয় ঐতিহ্য ও আধুনিক ডিজাইনের মেলবন্ধন দর্শকদের দৃষ্টি কেড়ে নেয়।
    পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনায় উপস্থাপন করেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ। বিশেষ করে ডায়মন্ড হাউজের ফ্যাশন কিউতে শো-স্টপার হিসেবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের উপস্থিতি দর্শকদের করতালিতে মুখর করে তোলে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি নর্থ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল কচি।
    আয়োজনটির টাইটেল স্পন্সর ছিল ফ্লাগশিপ ১৩৮, পাওয়ার্ড বাই স্পন্সর ব্লুমুন ফ্যাশন এবং কো-পাওয়ার্ড বাই স্পন্সর এরাবিকা কফি। ইন অ্যাসোসিয়েশন উইথ ছিল এস্তে মেডিক্যাল, ইম্পেরিয়াল স্পন্সর বাংলা ডাইন। এছাড়া প্ল্যাটিনাম স্পন্সর বারকোড গ্রুপ, ডায়মন্ড স্পন্সর ডায়মন্ড হাউজ, আইসক্রিম পার্টনার পোলার এবং মেক-ওভার পার্টনার হিসেবে ছিল আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধাক হিসেবে ছিলেন লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব এবং অ্যাটায়ার ক্লাবের আরিফুর রহমান ও মাহমুদুর রহমান।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print