আজ শনিবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    সুখ দুঃখে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে: ডা. শাহাদাত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, মানবতার জন্য এবং দেশের উন্নয়নের জন্য। বিএনপি একটি মানবতাবাদী দল। আমরা যখন ক্ষমতায় থাকি বা না থাকি, সব সময় জনগণের সুখ দুঃখে পাশে দাঁড়াই।

    তিনি শীতের এই কঠিন সময়ে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জোরালো আহ্বান জানান।

    তিনি শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে নগরীর বিবিরহাটস্থ পশ্চিম ষোলশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে আলোকিত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি রাবেয়া বেগম রাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ।

    জনকল্যাণ ও নারী উন্নয়নে বিএনপির ভূমিকা উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, বেগম খালেদা জিয়া নারীদের ভাগ্য উন্নয়নে আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছেন এবং নারীদের পুনর্বাসনে কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা ও স্বাবলম্বী করার যে ভিত্তি গড়ে দিয়ে গেছেন, তারেক রহমান সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবেন।

    মেয়র বলেন, বিগত ১৭ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি, নির্যাতনের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ সেই অন্ধকার সময় পেরিয়ে আবারও একটি বড় সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে বিশেষ করে মায়েরা ও বোনেরা যদি ঘরে ঘরে গিয়ে ভোটের আহ্বান জানান, তাহলে সাধারণ মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে। তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদেরকে সংগঠিতভাবে কাজ করতে হবে।

    তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ সুবিধা পাবে। ভবিষ্যতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পুনর্বাসন ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল হেলথ কার্ড চালু করা হয়েছে, ইতোমধ্যে নগরীর ১০ লক্ষ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে এবং কন্যাশিশুদের ভাইরাস প্রতিরোধক টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

    প্রধান বক্তার বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব। বিএনপি মানবিক দায়িত্ববোধ থেকে মানবকল্যাণে কাজ করে। বিএনপি কথামালার রাজনীতি নয়, বাস্তবভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

    এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন, আহবায়ক কমিটির সদস্য ইসকান্দার মির্জা, সাবেক যুগ্ম সম্পাদক মন্জুর আলম মন্জু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম মুন্সি, পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান, বিএনপি নেতা এম এ নাছের, রুহুল আমিন, জাহেদুল হক, আলোকিত নারী সংস্থার খদিজা বেগম, নুর বেগম, সাহারা বেগম প্রমুখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print