
বাংলাদেশের গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১ টায় রাউজানের গহিরায়, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী গোলাম আকবর খোন্দকারের বাসভবনস্থ মাঠে বিশাল শোকসভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। উক্ত শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌরসভার বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
শোকসভা ও মিলাদ মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় জনগণ ও অসহায়-দরিদ্র মানুষের জন্য কয়েক হাজার মানুষের খাবার আয়োজন করা হয়।









