আজ বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রাম উত্তর জেলা

    মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সচিব হলেন শাহ আলম

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের সদস্যসচিব মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভুঁইয়া। সম্প্রতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফলতায় তাকে অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির ( জামুকা নিবন্ধন নং-১৬৩/২০১৩) নেতৃবৃন্দ। সংগঠনের আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন বিষয়টি নিশ্চিত করেছেন। এক অভিনন্দন বার্তায় মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আহসান উদ্দিন খাঁন এবং সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ভূইয়া একজন সৎ, মেধাবী ও ত্যাগী মুক্তিযোদ্ধা। সম্প্রতি তাকে চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের সদস্যসচিব মনোনীত করায় তাকে অভিনন্দনের পাশাপাশি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, শাহ আলম জাতির এক সুর্য সন্তান। স্বাধীনতা যুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে তিনি দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদিত এডহক কমিটিতে আহবায়ক করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা এ,এইচ,এস, জিলানী চৌধুরীকে ও যুগ্ন আহবায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. শফিকে। কমিটির অন্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী কুসুম, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত উল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল বায়েছ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ মিয়া।

    একই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এসপিকেও।

    উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ভুঁইয়া ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন। তিনি সীতাকুণ্ডের ১ নং ইউনিয়নের বাসিন্দা। এর আগেও কেয়ারটেকার সরকারের আমলে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। দলমতের উর্ধ্বে থেকে নিজেকে সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত রেখেছেন এই বীর যোদ্ধা।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print