আজ বৃহস্পতিবার ║ ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে দৈনিক দেশবার্তার পথচলায় শুভকামনা

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামে আনুষ্ঠানিক পথচলা শুরু করলো দৈনিক দেশ বার্তা। সম্প্রতি ছোট পরিসরে কিন্তু প্রাণবন্ত একটি আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির বন্দরনগরীতে তাদের সরব পদচারণা রাখতে শুরু করেছে। নগরীর সিআরবির মনোরম পরিবেশে পড়ন্ত বিকেলে একটি রেস্তোরায় এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ বার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব।চট্টগ্রামে সকল সংবাদপএ এজেন্ট ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি পায় ভিন্ন মাত্রা।।

    অনুষ্ঠানে দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব পত্রিকাটির আগামীর পরিকল্পনা ও চট্টগ্রাম নিয়ে ভাবনার কথা তুলে ধরেন।এজেন্ট ও গণমাধ্যমকর্মীরাও দেশ বার্তার সফলতা কামনা করে পত্রিকার প্রচারে নানা পরামর্শ মুলক বক্তব্য রাখেন।তারা বলেন,দেশবার্তা কোন দলের পক্ষে নয় বরং সবার কথা বলবে। বিশেষ করে অর্থনীতির প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত চট্টগ্রামের সমস্যা, দুর্দশা নিয়ে তাদের লেখনিতে তুলে ধরা হয়।

    পত্রিকার পথচলার শুভলগ্নে মাওলানা আবদুস সোবহান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।মোনাজাতে দেশবার্তার সফলতা ও সম্পাদক কাজী তোফায়েল আহমদের সুস্বাস্থ্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।এর আগে কেক কেটে দেশবার্তার চট্টগ্রামের শুভলগ্নের মুহুর্তটি উদযাপন করা হয়।

    দেশবার্তা চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সংবাদপএ এজেন্ট আবদুর রহিম, সাংবাদিক আশ্রাফ আহমেদ, এস এম পিন্টু, এম আর আমিন, নজরুল ইসলাম, আবদুল মতিন চৌধুরী রিপন, রাজীব সেন প্রিন্স, জাকারিয়া হোসেন, মো. আরিফ, শেখ মোর্শেদ আলম চৌধুরী, মো কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print