
১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট (শনিবার) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় মাঠে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, এম.আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, মো. ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, এম এ হানিফ, আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান শিমুল, আব্দুল মান্নান আলমগীর, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, মোঃ জাহিদুল ইসলাম (দপ্তরের দায়িত্বে), নোমান সিকদার সোহাগ, আকবর হোসেন মানিক, এস্কান্দার (বন্দর), মো. ইসকান্দর (পাহাড়তলী), জাকির হোসেন মিশু, জাফর হোসেন রনি, দেলোয়ার হোসেন জনি, মীর কাসেম, মো. মারুফ, মো. ইব্রাহীম, মো. বাকের, মো. সাজ্জাদ খাঁন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, রিয়াজ উদ্দিন রাজু, আকতার হোসেন বাবলু, আলতাফ হোসেন, সাজিদ হাসান রনি, মোঃ দুলাল, আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, হাসান মাহমুদ, ইয়াসির আরাফাত, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ খালেক, মাসুদুর রহমান মোহন, নুরুল কবির পলাশ, মোঃ ওসমান, কুতুব উদ্দিন নয়ন, আশরাফ উদ্দিন টিপু, আইনুল ইসলাম জুয়েল, আনোয়ারুল আবেদীন মুন্না, মহসিন আহমেদ তৌসিফ সহ মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শনসহ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ আগস্ট সকাল ৯টায় নগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় নগরীর ষোলশহর ২নং গেইটস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ১১টায় ফলজ ও বনজ বৃক্ষ রোপন, সকাল ১২টায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন। বেলা ৩.০০টায় সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে ।
নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে সমাবেশ শেষে র্যালি শুরু হয়ে কাজির দেউড়ি, নুর আহমদ সড়ক হয়ে নগর বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।