
সবাইকে কাঁদিয়ে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরী সৈয়দ। (ইন্না—-রাজেউন)। শনিবার (১৬ আগস্ট) ভোররাতে (রাত ৩ টা) চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তার ঘনিষ্ট আত্মীয় মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির (জামুকা নিবন্ধন নং-১৬৩/২০১৩) আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাদে আসর নগরের চাক্তাই এলাকার নিজ বাসভবনের পাশে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি । এক শোক বার্তায় সংগঠনের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আহসান উদ্দিন খাঁন এবং সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক জাতির এক সুর্য সন্তান। স্বাধীনতা যুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে তিনি দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। জাতি একজন বীরকে হারিয়েছে আজ। আমরা মরহুমের মাগফেরাত কামনা করছি। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়াও তাঁর মৃত্যুতো শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।
উল্লেখ্য শহিদুল ইসলাম চট্টগ্রাম অঞ্চলের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন আলোচনা ও অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছেন।