আজ শুক্রবার ║ ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে সফর, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক দলের শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট এমআর মঞ্জুর নেতৃত্বে চট্টগ্রামের রেল অঞ্চলে বিজয়ের বর্ষপূর্তিতে জাতীয় পতাকা হাতে বর্নীল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৩ আগষ্ট) গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় রেল শ্রমিকদলের উদ্যোগে শোভাযাত্রাপূর্ব এক সমাবেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় রেলওয়ে কারখানা প্রাংগনে অনুষ্ঠিত হয়েছে।
    সমাবেশ শেষে বিজয় র‍্যালীটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ডিপো স্টোর,পাহাড়তলী ক্যারেজ এবং ওয়াগন মেরামত কারখানা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়,পাহাড়তলী লোকোসেড,সিসিএস স্টোর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
    এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু।

    এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল হক,সমাজ কল্যান সম্পাদক মো. মারুফ হোসেন,সামসুল আলম।

    এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন-বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেন,মফিজুর রহমান, জিয়াউর রহমান,এস কে মুজিব,মোঃ মেহেদি সহ চট্টগ্রাম বিভাগীয় শাখাস্থ প্রত্যেকটি কমিটির সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন কয়েক শতাধিক নেতৃবৃন্দ।

    বিজয় র‍্যালী ও সমাবেশের পূর্বে চট্টগ্রাম বিভাগীয় সকল শাখা হতে মিছিল সহকারে নেতাকর্মীবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print