আজ বুধবার ║ ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    “১৩ নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক” টিমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন “১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক” টিমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
    শুক্রবার (৮ই আগষ্ট) ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে সংগঠনটি। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কার্যক্রম, সমাজসেবা ও মানবিক উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আহমেদ ভূঁইয়া (স্বপন)। সঞ্চালনায় ছিলেন সায়েম হোসেন ও মোঃ মাহফুজ রহমান নাজিল।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) জনাব আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এনামুল হক (নাদিম), সিইও, পিটুপি হেলথ কেয়ার; মোঃ আরিফ হোসেন, চেয়ারম্যান, এএসএম লজিস্টিক: বিশিষ্ট সমাজসেবক সেলিম পাটোয়ারী; খুলশী থানার ওসি (তদন্ত); এডভোকেট হারুন অর রশিদ (রাজু) এবং ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠানে সর্বমোট ৮৪ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তদাতা, মেধাবী শিক্ষার্থী, গুণীজন, সমাজসেবক, ক্রীড়াবিদ, সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধা ও চিকিৎসকরা।
    বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজের মধ্যে মানবিকতা, সহযোগিতা ও দেশপ্রেমকে আরও বিকশিত করবে। ভবিষ্যতেও এ সংগঠনের কার্যক্রম সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print