আজ বুধবার ║ ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে ১৮ মামলার আসামি ‘গ্যাং লিডার’ সোবহান আটক

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মাস্টারমাইন্ড ও কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান (৩৬)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

    বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫ টা ৪৫ মিনিটে নগরের বাকলিয়া থানাধীন তত্তারপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

    অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি তদন্ত মোজাম্মেল হক, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেনসহ পুলিশের একটি দল।

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, “মহিউদ্দিন হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবহানকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোবহান হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে আরও জানিয়েছে, তত্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।”

    সোবহান চট্টগ্রামের বাকলিয়া থানার তত্তারপুল নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

    গত ২৫ জুলাই বিকেল ৫ টার দিকে বাকলিয়ার পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং: ৩৬) দায়ের করেন।

    এরপর ১ আগস্ট প্রথম অভিযুক্ত মো. আসিবুল হক আসিফ এবং ৩ আগস্ট মো. সুমন (১৯)–কে গ্রেপ্তার করে পুলিশ। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং মাস্টারমাইন্ড হিসেবে আব্দুস সোবহানের নাম প্রকাশ করে।

    পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে বহুল আলোচিত শাহেদ হত্যা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে, যার অধিকাংশই মাদক ও অস্ত্র আইনে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print