আজ বুধবার ║ ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই সফর, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    ধানের শীষে ভোট দিলে নুতন বাংলাদেশ উপহার দিবে তারেক রহমান: মীর হেলাল

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান এমন একজন ভিশনারী নেতা যিনি সাত সমুদ্র তের নদীর ওপার থেকে একদিকে যেমন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অন্যদিকে সমৃদ্ধ জাতি গঠনে মহাপরিকল্পনা এঁকেজন। তার আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিন আমরা আপনাদেরকে একটি নুতন বাংলাদেশ উপহার দিব।

    তিনি মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে হাটহাজারী সদর বাস স্টেশান চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন। ৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বার্ষিকী স্মরণে উপজেলা ও পৌরসভা বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

    ব্যারিস্টার হেলাল বলেন, সমগ্র দেশ জুড়ে বিএনপি নেতা কর্মীরা গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধুমাত্র জুলাই মাসেই কয়েকশত বিএনপি’র নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। মাত্র গুটিকয়েক ব্যক্তির নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়নি বলে উল্লেখ করে মীর হেলাল বলেন আজ একটি গোষ্ঠী বাংলাদেশ গণমানুষের এই আন্দোলন ছিনিয়ে নিতে চায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বড় শরীকদার বাংলাদেশ জাতীয়তাবাদ দল। আর তারেক রহমানের উপর বাংলাদেশের মানুষের প্রবল আস্তা।
    তিনি আগামী নির্বাচনে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
    উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে
    উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌর বিএনপি সদস্য সচিব অহিদুল আলম এর যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম বিএনপিনেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার,যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, মোঃ শাহেদুল আজম শাহেদ এডভোকেট রিয়াদ উদ্দিন রিয়াদ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইসমাইল, গাজী মোহাম্মদ ইউসুফ, আবুল হাশেম, জামাল সাত্তার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান সদস্য সচিব নুরুল কবির,জিএম সাইফুল আলম, বিএনপিনেতা, হাসান মাস্টার, সালাউদ্দীন আলী, রহমত উল্লাহ চৌধুরী, আজম মাস্টার, ডাঃআবুল খায়ের,কামাল উদ্দিন নিজাম উদ্দিন হাকিম,নুর খান শহীদুল ইসলাম, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি সদস্য সচিব মোহাম্মদ শাহেদ খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী,সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, উপজেলা ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের হয়। হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বাস স্টেশন কলেজ রোড আদালত রোড বাজার ঘাটা থানা সড়ক হয়ে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print