আজ বৃহস্পতিবার ║ ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা ৩১ দফা: ডা. শাহাদাত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির ক্যালেন্ডার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নিকট হস্তান্তর করা হয়েছে।

    রবিবার (৩ আগষ্ট) মেয়রের কার্যালয়ে এ ক্যালেন্ডার হস্তান্তর করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

    ডা. শাহাদাত বলেন, বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। তাই তারেক রহমান ৩১ দফা দিয়েছে সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে। যাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আমূল পরিবর্তন নিয়ে আসা যায়। বিএনপির ৩১ দফার মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন সম্ভব।

    এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফয়েজুল ইসলাম, ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আব্দুল হালিম, বিএনপি নেতা রফিক মেম্বার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য আব্দুল আজিম, বিএনপি নেতা মোসলেম উদ্দীন, সিরাজুল হক, আনু মিয়া বাবুল, যুবদল নেতা মো. জাহেদ প্রমূখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print