
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশনের নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে নগরীর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত এসোসিয়েশনের এডহক কমিটির উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।
এডহক কমিটির সদস্য কামরুল হাসান হারুনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
এডহক কমিটির সদস্য, সাবেক চাকসু এজিএস মাহবুবের রহমান শামীম, এম এ হালিম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক এই মতবিনিময় সভায় প্রায় সকল ব্যাচের প্রতিনিধিরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় গঠনতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ শক্তিশালী কার্যকরী পরিষদ গঠনের জন্যে উপস্থিত চবিয়ানরা জোর দাবী জানান। সকলেই এই ব্যাপারে নতুন এডহক কমিটিকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। সভায় আসন্ন কোরবানী ঈদের শেষে পুনর্মিলনী আয়োজনের সিন্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে আসলাম চৌধুরী এফসিএ বলেন, চবি এলামনাই এসোসিয়েশনের অতীতে নেতৃত্ব দেয়া শ্রদ্ধেয় অগ্রজরা মজবুত একটা ভিত্তি গড়ে দিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় বিগত কার্যকরী পরিষদের মেয়াদ শেষান্তে নবগঠিত এডহক কমিটি গঠিত হয়েছে। চবিয়ানদের মধ্যে কোন বিভেদ নয় বরং সকল এলামনাইদের চলমান ঐক্য প্রতিষ্ঠা করে আগামী ৯০ দিনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদ গঠনের মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে চাই। আর চবিয়ানদের দেয়া এডহক কমিটির আহবায়কের পদ নেতৃত্ব নয়, বরং দায়িত্ব। সুষ্ঠু ও সুচারূভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য কমিটি করে দেয়াই এডহক কমিটির মূল লক্ষ্য।
সভায় চবিয়ানদের মধ্যে আবুল কদর, এ জে এম জাহাংগীর, কাজী ইমাম হাসান বিলু, নুরুল আলম কিরন, এম ইমরান চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, প্রিন্সিপাল মোহম্মদ নুরুল আলম, দাউদ আব্দুল্লাহ লিটন, এম ডি ফখরুল ইসলাম, এড: ইফেতেখার হোসেন চৌধুরী মহসিন, জহিরুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দীন, সোহরাব হোসেন সোহেল, হাফিজ আল আসাদ, কে এম রিয়াদ, ফারহান ই আলম খান, মোদাচ্ছের আলী, এড: আবু সাইদ, রাশেদ আনোয়ার, এডভোকেট রোজিনা আকতার রোজী, নাসরিন আকতার, কামরুল মেহেদী, এড: রেজোয়ান সিদ্দিকী উজ্জ্বল, মোহাম্মদ ইমতিয়াজসহ ব্যাচ ও বিভাগ ভিত্তিক প্রতিনিধিবৃন্দ তাদের গুরত্বপূর্ণ মতামত তুলে ধরেন।