
একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতাধীন Society for Participatory Education and Development (SPED) এর কারিগরী সহায়তায়, ব্রাইট বাংলাদেশ ফোরাম(BBF) ও বলিপাড়া নারী কল্যাণ সমিতির (BNKS) এর যৌথ উদ্যোগে দু’দিন ব্যাপী চট্টগ্রাম ও বান্দরবানের ৪৪টি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিদের নিয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ সম্পন্ন হয়।
শনিবার (২৪ মে) ও রবিবার (২৫ মে) দুইদিন ব্যাপি চট্টগ্রামের স্টেশন রোডস্থ হোটেল এশিয়ান এস আর কনফারেন্স রুমে প্রশিক্ষণ সম্পন্ন হয়। উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন SPED এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।উক্ত প্রশিক্ষণে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের সংগঠনের অগ্রগতি, দক্ষতা, অধিকার ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
উক্ত প্রশিক্ষণের উপস্থিত ছিলেন সুশীল প্রকল্পের চট্টগ্রাম হাবের সভাপতি কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলী আশরাফ আজগরী, বান্দরবান সিএসও হাবের সভাপতি পারভেজ হোসাইন, সাধারণ সম্পাদক সাথী আক্তার সহ ৪৪ জন প্রতিনিধি। এছাড়া বান্দরবান জেলা সমন্বয়কারী ক্যা থুয়াং মারমা, চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন SPED প্রধান নির্বাহী ফয়জুল ইসলাম।