আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবায় চাঁদপুর জেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা প্রদানে।

    গত প্রায় দেড় দশক ধরে ঐতিহ্য এবং সফলতার সাথে কাজ করে যাওয়া
    চাঁদপুর জেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতিবছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে আবাসন ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্র খুঁজে দেওয়া ও যাতায়াতের ক্ষেত্রে বাস ও ট্রেনের টিকেট প্রাপ্তিতে সহযোগিতা করে থাকে।

    সেই ধারাবাহিকতায় এবছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ মার্চ থেকে শুরু করে ২২ মার্চ পর্যন্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিশেষ করে চাঁদপুর জেলা থেকে আগত তরুণ স্বপ্নবাজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।

    ভর্তি পরীক্ষাকালীন প্রতিদিন সকাল ৭:৩০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার কাটা পাহাড়ের রোডে অবস্থান করে চাঁদপুরের শিক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষা কেন্দ্র ও হল খুঁজে দেওয়া, রোড ম্যাপ দেখিয়ে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় ও পরীক্ষা সম্পর্কে নানাবিধ জিজ্ঞাসার তথ্য দিয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছে সংগঠনের সদস্যরা। চাঁদপুরের শিক্ষার্থীরা যাতে দ্বিধামুক্ত থেকে পরীক্ষা দিতে পারেন, সেজন্য রাতে সংগঠনটির সদস্যরা নিজেদের থাকার রুম ছেড়ে দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করেছেন।

    ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুক ভরা স্বপ্ন, পরিবারের কাঙ্ক্ষিত আশা ও উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিবছর পাহাড় আর অরুণ্যে ঘেরা সুসজ্জিত বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন। অপরিচিত জায়গায় ভর্তি যুদ্ধের মানসিক চাপ ও আশা নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হন। শিক্ষার্থীদের এই কঠিন সময়ে রাত্রিযাপন ও নিরাপদে যাতায়াতের দিক-নির্দেশনা খুবই প্রয়োজন হয়। তারা যাতে মনোবল ঠিক রেখে নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা দিতে পারেন সেজন্য বন্ধুসুলভ সহযোগিতা নিয়ে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের পাশে আস্থার প্রতীক হয়ে সবসময় পাশে ছিল চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সভাপতি ইলিয়াস বলেন, আমরা প্রতিবছরের মতো সক্রিয়ভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের থাকা, তথ্য দিয়ে সহযোগিতা করা, হলে পৌঁছে দেওয়া থেকে সার্বিক সকল সহযোগিতায় আমরা প্রস্তুত আছি।

    সংগঠনটির সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক বলেন, গত প্রায় দেড় যুগেরও বেশী সময় ধরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা প্রদানে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
    আমরা সবসময় চেষ্টা করি চাঁদপুর থেকে আসা একজন ভর্তি পরীক্ষার্থী যেন ঝামেলা এড়িয়ে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা। আমরা চেষ্টা করি তাদের থাকা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত এবং পরবর্তীতে ক্যাম্পাস জীবনেও বন্ধু হয়ে পাশে থাকার। আমাদের এই অ্যাসোসিয়েশন সৌহার্দ্য ও সম্প্রতির অনন্য এক উদাহরণ হয়ে থাকবে বলে আশা করছি।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর