আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবির লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের
    বার্ষিক বনভোজন-২০২৫ বান্দরবানে সফলভাবে আয়োজন করা হয়েছে।

    প্রতি বছরের মতো এবারও সদস্যরা একত্রিত হয়ে প্রকৃতির মাঝে আনন্দ উপভোগ করেছেন। এই বনভোজনটি ছিল একটি দারুণ মজার ও স্মরণীয় দিন। যেখানে সদস্যরা কেবল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেননি বরং একে অপরের সঙ্গে সময় কাটিয়ে আরও ঘনিষ্ঠতা অর্জন করেছেন।

    এ বছর বান্দরবানের পাহাড়ি অঞ্চলে আয়োজিত বনভোজনটি ছিল সত্যিই অনন্য। স্থান ছিল নীলাচল – মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার স্বর্গীয় অনুভূতি।
    মেঘলা – নৈসর্গিক সৌন্দর্যে ভরা পর্যটন কমপ্লেক্স। সদস্যরা বিভিন্ন রকমের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডায় অংশগ্রহণ করে আনন্দের জোয়ারে ভাসলেন। প্রকৃতির কোলে সবাই মেতে উঠলেন বনভোজনের আনন্দে।

    এসোসিয়েশনের বর্তমান সভাপতি এস.এ.রহমান বলেন, এধরনের আয়োজন থেকে প্রমাণিত হয় যে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বরং সাংস্কৃতিক দিক থেকেও অন্যদের থেকে এগিয়ে।

    বর্তমান সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বলেন, এধরনের কার্যক্রম সদস্যদের মাঝে বন্ধুত্ব, সৌহার্দ্য, ও সংগঠনের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করবে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর