
চট্টগ্রাম শহরে নিরাপদ পানির নিশ্চয়তা বিধানে করনীয় ও সমস্যা নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর
কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনকে স্মারকলিপি দিয়েছেন চিটাগাং ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৯ অক্টোবর) সমিতির সভাপতি ফয়সল আবদুল্লাহ আদনান এই স্মারকলিপি প্রদান করেন। এসময় সাংবাদিক এম এ হোছাইন, সমিতির সদস্য ও আল মদিনা ড্রিংকিং ওয়াটারের মালিক মওলানা নাসির উদ্দীন ও ইকো ড্রিংকিং ওয়াটারের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে বিএসটিআই অনেুমোদিত ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরীতে বিদ্যমান সমস্যা, বিশেষ করে পানি পরীক্ষায় চট্টগ্রামে ল্যাব সুবিধা না থাকা, ক্যালিব্রেশনের জন্য ক্ষুদ্র ফ্যাক্টরীর জন্য পৃথক মানদন্ড না থাকায় অনেক উদ্যোক্তাদেরকে মানসনদ প্রাপ্তিতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। একই সাথে সরকারও বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং গ্রাহকগনও মানসম্পন্ন পানি প্রাপ্তিতে প্রতিবন্ধকতার সমম্মুখীন হচ্ছে।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন তার বক্তব্যে চিটাগাং ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি দাওয়াগুলো বিএসটিআই এর সাথে আলোচনা করে দ্রুত সমাধান করার আশ্বাস দেন। একই সাথে চট্টগ্রামে নিরাপদ ও মানসম্পন্ন খাবার পানি সরবরােহে সমিতির উদ্যোগকে আরও সম্প্রসারণ করার সুপারিশ করেন। তিনি অবৈধ ও মানহীন ফ্যাক্টরীর উৎপাদন ও বাজারজজাতকরণ কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন।