আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    শৃঙ্খলা ও নিরাপত্তা সভায় মীর হেলাল :

    হাটহাজারীতে দুর্গাপূজায় শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, হাটহাজারী উপজেলা ও পৌরসভার দুর্গাপূজা অনুষ্ঠানে যাতায়াত করতে যাতে অসুবিধা না হয় সেজন্য সড়কপথে যানজট নিরসনে বিএনপি’র পক্ষ থেকে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা স্বপ্রণোদিত হয়ে এই দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দূর্গা পূজার সকল এলাকা পর্যবেক্ষণ করবেন। গত সতের বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আওয়ামীলীগ নিজেরা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা করে সংখ্যালঘু ইস্যু সৃষ্টির পাঁয়তারা করতো। তারা মুখে অসাম্প্রদায়িক বলতো কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজিক বন্ধন নষ্ট করতো। সারা বাংলাদেশে মন্দিরে হামলা করে বিএনপির নেতৃবৃন্দকে মামলা দিয়েছে ফ্যাসিবাদী সরকার। এখন ফ্যাসিবাদীরা নেই কিন্তু তাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দূর্গা পূজার সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিএনপি। ০৮ অক্টোবর বিকাল চারটায় চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ও পৌরসভার পূজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    মীর হেলাল আরো বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করিনা, সবার পরিচয় বাংলাদেশী। দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। কোন ভয় ভীতি ছাড়া যেন আনন্দ উদযাপন করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেজন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ও সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।
    উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি আহব্বায়ক ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য আলহাজ্ব জাকির হোসেন , পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলম অহিদ, সিনিয়র যুগ্ন আহব্বায়ক এম এ শুক্কুর যুগ্ম আহব্বায়ক আবদুল মান্নান দৌলত, সাহেদুল আজম সাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী, উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল কবির তালুকদার, ছাত্রদলের সদস্যসচিব গাজী আবদুল মুবিন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খালেক, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক নুরুল আমীন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল চৌধুরী, মোহাম্মদ জসিম ২নং ওয়াড় বিএনপি, আমীন সওদাগর, সভাপতি ৪নং ওয়াড় বিএনপি ,হারুনুর রশিদ ,সভাপতি ১নং ওয়াড় বিএনপি , মোহাম্মদ হারুন ,,সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি। সোহেল সিদ্দিকী ,,সভাপতি ৫নং ওয়াড় বিএনপি ,আবু হানিফ ,সদস্য পৌরসভা বিএনপি। এমদাদ মির্জা,আহব্বায়ক হাটহাজারী পৌরসভা যুবদল।সদস্য সচিব হেলাল উদ্দীন, ইলিয়াস মেহেদী ,,সভাপতি পৌরসভা সেচ্ছাসেবক দল, আরফিন সাইফুল ,সাধারণ সম্পাদক পৌরসভা সেচ্ছাসেবক দল, রেজাউল করিম চৌধুরী রকি ,,আহব্বায়ক হাটহাজারী পৌরসভা ছাত্রদল ,সদস্য সচিব ,সাহেদ খান। রুবেল হোসেন ,সভাপতি পৌরসভা শ্রমিক দল ,,সাধারন সম্পাদক মোহাম্মদ কামাল।
    পারভীন জাহান ,,সভাপতি হাটহাজারী পৌরসভা মহিলাদল।বিএনপি নেতা হাসান,আব্দুল ,উত্তর জেলা যুবদলের সদস্য ইয়াছিন ,উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন সহ অসংখ্য নেতৃবৃন্দ প্রমুখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর