আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    সাংবাদিক কাউসারকে হত্যার হুমকি, সিইউজের ক্ষোভ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক যুগান্তরের সাংবাদিক এম এ কাউসারকে হুমকির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিইউজে।

    সোমবার (৮ এপ্রিল) এক বিৃবতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া কাম্য হতে পারে না।

    কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মী যখন এমন কাজ করেন, এটি পুরো রাজনৈতিক সমাজের জন্য কলঙ্ক হয়ে দাঁড়ায়।

    তারা বলেন, সংবাদে ভুল থাকলে ভুক্তভোগী হিসেবে দেশের প্রচলিত আইন মেনে প্রতিকার চাইতে পারতেন।

    কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মী যখন এমন কাজ করেন, এটি পুরো রাজনৈতিক সমাজের জন্য কলঙ্ক হয়ে দাঁড়ায়।

    কিন্তু তা না করে সরাসরি হত্যার হুমকি দেওয়া ফৌজদারি অপরাধের শামিল। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সাংবাদিক নেতারা
    প্রসঙ্গত, দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের জের ধরে কাউন্সিলর হুরে আরা বেগম ও রাশেদ হায়দার সোহেল নামের এক ব্যক্তি সাংবাদিক এম এ কাউসারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় সাংবাদিক কাউসার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর