আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    কর্ণফুলীতে ২কোটি টাকার খাস জমি উদ্ধার

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন থেকে ২কোটি টাকার মূল্যের ৫৭ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জুলধা এলাকায় অভিযান পরিচালনা করে এসব বেদখল হওয়া জমি উদ্ধার করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

    সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী বলেন, কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন এলাকার আবদুল মারুফ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ৫৭ শতক পুকুর ও জমি দখলে ছিলেন। গত একবছর আগে পুকুর ও জমিটি দখল করেন মোহাম্মদ আলী নামে আরেক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ দখলদারদের কাছ থেকে ৫৭ শতক জমি উদ্ধার করে বাংলাদেশ সরকারের নামে সাইনবোর্ড ও লালপতাকা টাঙানো হয়।

    এসময় তিনি আরও বলেন, উদ্ধার করা এসব জমির বর্তমান মূল্য দুই কোটি টাকা। এসব জমি সরকারি সম্পদ। অবৈধ দখলদারের কাছ থেকে সরকারি জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।
    এ সময় আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শওকত জামান, জুলধা ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা আহমদ নুর প্রমূখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর