
সন্দ্বীপে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামীলিগের নৌকার মনোনয়ন নিয়ে গতকাল সন্দ্বীপে আসেন দুই বারের নির্বাচিত এমপি মাহফুজুর রহমান মিতা। গতকাল ৩ ডিসেম্বর মনোনয়ন বৈধতা নিশ্চিত হওয়ার পর তিনি সন্দ্বীপে আসছেন জেনে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হতে হতে বিশাল জমায়েত ঘটে।
সেখানে ওনাকে অভ্যর্থনা জানাতে সবাই ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকেন।অপেক্ষার অবসান ঘটিয়ে বিকাল সাড়ে ৪ টায় স্পীর্ডবোর্ডে করে তিনি সন্দ্বীপের মাটিতে পা রাখেন। এরপর সবাই অভ্যর্থনা জানানোর পর তিনি গুপ্তছড়া জেটির পাশে আগত নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে সকলের দোয়া ও আগামী ৭ জানুয়ারীর নির্বাচনের সকলের মুল্যবান ভোট প্রত্যাশা সহ নৌকার নিশ্চিত বিজয় ঘটিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহব্বান সহ দেশের উন্নয়ন অব্যাহত রাখার ও আহব্বান জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠনের নেতারা ওনাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলাউদ্দীন বেদন, উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন,ভাইস চেয়ারম্যান, ওমর ফারুক, মেয়র মোক্তাদের মাওলা সেলিম, জেলা পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান সহ কয়েকজন ইউপি চেয়ারম্যান ও কয়েক হাজার নেতা কর্মী এবং সমর্থক।