
চট্টগ্রাম হাটহাজারি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপাপাড়া হিন্দুবাড়ি এলাকার একই পরিবারের ৭জন নিহত ও গুরতরে আহত হয়েছে ৩জন। মঙ্গলবার ৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারিয়া মদিনা মসজিদের সামনে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কে চট্টগ্রাম চন্দনাইশের নিজ বাড়ী থেকে ফটিকছড়ি আত্মীয়র বাড়ির যাওয়ার পথে সিএনজি (চট্টগ্রাম থ ১৩০৮১৮) এবং খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী বাস(চট্টমেট্রো ব ১১- ১৮০৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়। নিহতরা হলেন রিতা দাশ প্রকাশ মায়া (৩৫), স্বামী-নারায়ন দাশ, পিতা-মিলন দাশ, মাতা-ছবি দাশ, শ্রাবন্তী দাশ (১৭), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, দ্বীপ দাশ (০৫), পিতা- নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া,দিগন্ত দাশ (০৫), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, বর্ষা দাশ (১২), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, চিনু বালা দাশ (৫০), পিতা-ননী গোপাল দাশ, বিপ্লব দাশ (২৭), পিতা-সম্ভু দাশ সর্ব সাং-মোহাম্মদপুর ধোপাপাড়া,দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ। আহতরা হলেন, নুরজাহান বেগম (৫৫), স্বামী-ফরিদুল আলম, সাং-রামগড়, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি, বাপ্পা দাশ,পিতা-শশীল দাশ, সাং-মোহাম্মদপুর ধোপা পাড়া,দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ, বিপ্লব দে (২৪), পিতা-নেপাল দে,বৈদ্যরহাট, বারমাসিয়া ফটিকছড়ি। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।