
চট্টগ্রামে জাতীয় যুব দিবস বৃহস্পতিবার ( ১ নভেম্বর) পালিত হয়েছে । “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামে সার্কিট হাউজে আয়োজিত যুব সমাবেশ ও র্যালি শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
পরবর্তীতে সার্কিট হাউজের সম্মেলনে কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) প্রবীর কুমার রায়,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক প্রজেষ কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান।