আজ শনিবার ║ ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে আলোকন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নলান্ধা ফুটবল একাদশ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে আলোকন ফাউন্ডেশন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সিজন–১ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    পশ্চিম চরকানাই আলোকন ফাউন্ডেশন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় বহুদলীয় এই টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন আরাফাত।

    টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাওয়াদুল আলম রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা জিসাসের এর সভাপতি মো: সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অহিদুল আলম চৌধুরী পিপলু।

    বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: জাহেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মামুনুর রশীদ মামুন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাসেম রাব্বু, সাবেক ব্যাংকার, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. হাসান মুরাদ, চট্টগ্রাম জজ কোর্টের নারী ও শিশু আদালতের পেশকার আব্বাস হোসেন, কাইসার এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর মো: কাইসার আহম্মেদ, রক্তের বন্ধনে পটিয়ার এডমিন মো: আমির খসরু রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মাহাবুব আলম, আল মাইজভান্ডারি ফাউন্ডেশন কোলাগাঁও ইউনিটের সভাপতি মো: ইকবাল হোসেন সহ আরও অনেকে।

    মেগা ফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘পশ্চিম চরকানাই জুনিয়র ফুটবল একাদশ’ ও ‘নলান্ধা ফুটবল একাদশ’। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে দুইদল গোলশূন্য ড্র করে। পরে পেনাল্টির মাধ্যমে ৩–১ গোলে পশ্চিম চরকানাই জুনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে নলান্ধা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, বর্তমান যুব সমাজকে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল করে তোলে। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

    মেগা ফাইনাল উপলক্ষে মাঠজুড়ে স্থানীয় ও আগত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উদ্দীপনা। খেলা শুরুর আগে আতশবাজি ফুটিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, অতিথিদের ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    শেষ পর্বে বিজয়ী নলান্ধা ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা এবং রানারআপ পশ্চিম চরকানাই জুনিয়র ফুটবল একাদশকে ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়। ফটোসেশনের মাধ্যমে বর্ণাঢ্য এই মেগা ফাইনাল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বশেষ খবর