আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ও পিঠা উৎসব

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাইকোলজি ক্রিকেট লীগ সিজন-৭ এর ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আফজাল হোসেন, ড. মো. শাহীনুর রহমান, ড. অরুণাভ বৈরাগী, সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসাইন।

    সাইকোলজি ক্রিকেট লীগ সিজন-৭ এর ফাইনালে চ্যাম্পিয়ন হয় ফ্রয়েড ফাইটার্স এবং রানার্স – আপ হয় ওয়েসলার ওয়ারিয়র্স। ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি সমাপনী দিনে মেয়েদের ক্রিকেট ম্যাচ, পিলোপাস, বল নিক্ষেপ এবং পিঠা উৎসব আয়োজন করা হয়।

    পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আবদুর রহমান, সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসাইন, প্রভাষক মুসলিমা আক্তার এবং রহমতুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে ড. রুমানা আক্তার বলেন, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমাদের ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি একটি ভিন্নমাত্রা তৈরী করেছে। এছাড়া পিঠা উৎসবের মতো চমৎকার আয়োজনও আমাদের মুগ্ধ করেছে। যারা এই সুন্দর আয়োজনের জন্য কাজ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও এই আয়োজনের সাফল্য ও ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর