আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইলিয়াস-রুপক

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন এর ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে ১৩ তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভার পর সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলিয়াস, সাধারণ সম্পাদক হিসেবে মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেফায়েত উল্যাহ রুপক, সাংগঠনিক সম্পাদক হিসেবে সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. আশরাফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ
    বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহিম।

    সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সায়েম হাসান, সহ সভাপতি মো. মিরাজ খান, আশিকুর রহমান, জাবেদ হোসেন, সুমাইয়া আক্তার সামিয়া,মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আই. এইচ. ইমন, মো. মুহিত খান, ইসমাইল হোসেন, মো. আব্দুল গাফফার, মিরাজ, শাহপরান হোসেন।

    অনুষ্ঠানটি দুটি অধিবেশনে আয়োজিত হয়। প্রথম অধিবেশনে ১৩ তম কার্যনির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস বার্ষিক আর্থিক হিসাব বিবরণী প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন ১৩ তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইবনে আরমান।

    এরপর দ্বিতীয় অধিবেশনে ১৪ তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভাপতি দিদারুল আলম সজল, ৯ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাবিবুল হাসান, সহ- সভাপতি মো.শামীম মিজি, ১০ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. ফারুকুল ইসলাম।

    নবনির্বাচিত সভাপতি ইলিয়াস বলেন, কৃতজ্ঞতা ও ভালোবাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের প্রতি, যারা নিজেদের সাংগঠনিক মুল্যবান ভালোবাসার জায়গায় আমাকে স্থান দিয়েছেন। সংগঠনটির ভ্রাতৃত্ববোধ, সৃজনশীল চিন্তা ও কর্মধারা অব্যাহত রাখতে সাবেক ও বর্তমান সদস্যদের পরামর্শ নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

    নতুন সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক বলেন, সংগঠনের সার্বিক কার্যক্রমের গতিশীল উন্নয়নের মাধ্যমে সদস্যদের শিক্ষার অগ্রগতি বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সংগঠনটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করে যাবো ইনশাআল্লাহ।

    উল্লেখ্য, ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ২০১০ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতি বছর চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চবির ভর্তি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত নির্দেশনা, পরীক্ষাকালীন সময়ে বিনামূল্যে থাকার ব্যবস্থা, অপরিচিত ক্যাম্পাসে চাঁদপুরের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া-সহ বিভিন্ন বিষয়ে ভ্রাতৃত্বসূলভ সহযোগিতা করে আসছে।

    দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করা, দূরদর্শী চেতনা ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে সৃজনশীল প্রতিযোগিতা, ক্যাম্পাসে আগত নবীনদের সার্বিক সহযোগিতা, বিভিন্ন দিবস উদযাপন, বার্ষিক ট্যুর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রোগ্রাম, চড়ুইভাতি, বার্ষিক ক্যালেন্ডার উম্মোচন প্রোগ্রাম, নবীন সংবর্ধনা-প্রবীণ বিদায় অনুষ্ঠান, চাঁদপুরের ঐতিহ্য নিয়ে ম্যাগাজিন প্রকাশনা, শিক্ষামূলক ক্যারিয়ার আড্ডা-সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানকল্পে নিয়মিত কাজ করে যাচ্ছে সংগঠনটি।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর