আজ শনিবার ║ ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

পটিয়ায় দা দিয়ে কুপিয়ে কৃষককে খুন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

পটিয়ায় এক কৃষককে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে৷ কৃষকের নাম জানতি নাথ দে (৭৫)। তিনি উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শচীন্দ্র লাল দে’র পুত্র। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে একই এলাকার রূপাস দে মদপান করে কৃষককে কুপিয়ে পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। কৃষকের মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করেন।

জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকা হয়ে মাদকের চালান বিভিন্ন এলাকায় পাচার হয়। কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সন্ধ্যা নামলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। শুক্রবার সন্ধ্যায় কৃষক জানতি নাথ দে কৃষি কাজ শেষে বাড়ি ফেরার সময় মদ্যপায়ী রূপাস অতর্কিতভাবে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে কৃষককে পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ কৃষকের মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় ইমন তালুকদার জানিয়েছেন, কেলিশহর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সন্ধ্যা হলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। শুক্রবার মদ্যপায়ীর ধারালো দা’র কুপে কৃষক মারা গেছেন।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, স্থানীয় এক কৃষককে কুপিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে। কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বাধিক পঠিত

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব