রোটার্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রামস্থ এলজিইডি ভবনে রোটার্যাক্ট ক্লাব মেডিকেল কমিউনিটির স্বাগতিকতায় রোটার্যাক্ট জেলা এওয়ার্ড অনুষ্ঠান-২৩ গত রোববার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম চেয়ারম্যান রোটার্যাক্টর হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় ও রোটার্যাক্ট জেলা প্রতিনিধি ২০২২-২৩ মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত আয়োজনে উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান।সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নোমান আল মাহমুদ।এতে আরো উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২ এর জেলা সচিব মোহাম্মদ আকবর হোসাইন রোটার্যাক্ট জেলা কমিটির চেয়ারম্যান ২০২৩-২৪ মোহাম্মদ শাহজাহান, চেয়ারম্যান ২০২২-২৩ জুনায়েদ আলম,প্রোগ্রাম চিফ এডভাইজর মোহাম্মদ ইসমাইল,প্রোগ্রাম এডভাইজর মোহাম্মদ ফোরকান, প্রোগ্রাম মেন্টর পিডিআরআর মোহাম্মদ সাজ্জাদ,ইব্রাহিম হাসান ও ক্লাব এডভাইজর শফিকুল ইসলাম রিফাত সহ প্রমুখ।২০২২-২৩ রোটাবর্ষের বেস্ট ও চ্যাম্পিয়ন ক্লাব হিসেবে নির্বাচিত হয় রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং,২য় সেরা হয় রোটার্যাক্ট ক্লাব অব গ্রেটার চিটাগং এবং ৩য় বেস্ট হয় মেরিন সিটি চিটাগং।এছাড়াও ২৪জন সভাপতিকে বেস্ট প্রেসিডেন্ট হিসেবে মনোনিত করা হয়।এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ২৫০টির ও বেশি এওয়ার্ড প্রদান করা হয়।স্বাগতিক ক্লাবের সভাপতি রোটার্যাক্টর শ্রাবন্তী দাঁশ সিঁথি সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।