
সন্দ্বীপে নৌ-যাতায়াতে যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হবে।স্পীর্ড বোট ভাড়া ৩৮০ টাকা থেকে কমিয়ে আনতে জেলা পরিষদের সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন , দৈনিক খাস কালেকশন কমিয়ে আনলে ভাড়া এমনিতে অর্ধেকে নিয়ে আসা সম্ভব এমনটাই মন্তব্য করলেন-সন্দ্বীপের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা।
নৌকা প্রতীকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সম্প্রতি মাহফুজুর রহমান মিতাকে বিশাল গনসংবর্ধনা প্রদান করে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগ। উক্ত সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন।এই উপলক্ষে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপূরে মেজবানের ও আযোজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলাউদ্দিন বেদন। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনন্নেছা চৌধুরী জেসি, মেয়র মোক্তাদের মাওলা সেলিম,চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ,জেলা পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আবুল খায়ের নাদিম,এসএম আনোয়ার হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফখরুল ইসলাম পনির, আবুল কাসেম মোল্লা, মহিউদ্দিন জাফর, আবু হেনা, সাইফুল ইসলাম,ফরিদুল মাওলা কিশোর সহ আওয়ামীলিগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম প্রমুখ।