আজ সোমবার ║ ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ সোমবার ║ ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    সন্দ্বীপে নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”।

    শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সন্দ্বীপ এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক।এ বছর উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির এর কন্যা
    মোমেনা বেগম।তিনি বিবাহিত জীবনে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন।উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি সৈয়দ মুরাদ ইসলাম,সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফজলুল করীম, সন্দ্বীপ থানার ওসি( তদন্ত) মো. জাকের হোসেন, মাস্টার ফজলুল করিম,উপজেলা দূর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক শাহ আকবর হেলাল,নীলাঞ্জন বিদ্যুৎ, নিজেরা করি’র সমন্বয়কারী মতিয়ার রহমান,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ। এ সময়
    একই মঞ্চে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।

    সভায় বক্তারা বলেন বেগম রোাকেয়া ছিলেন নারী শিক্ষার অগ্রদূত। তিনি নারী শিক্ষার আলোকবর্তিকা জ্বেলে, শিক্ষা গ্রহনের নেশায় ঘরের চৌকাঠ ডিঙ্গিয়েছিলেন বলে আজ নারীরা পৃথীবির সকল কাজে পুরুষের পাশাপাশি কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বেগম রোকেয়ার জন্ম না হলে নারীরা আজও অশিক্ষা ও কু-সংস্কারের বেড়াজালে ঘরে বন্ধী থাকতেন।তাই বেগম রোকেয়া পৃথীবির ইতিহাসে আজীবন স্মরনীয় ও বরনীয় নারীর উজ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব