সন্দ্বীপে শীত মৌসুমে গরীব ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা হিসাবে ৬৫৬০ টি কম্বল বিতরণের উদ্বোধন করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক উক্ত কম্বল বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে একই সাথে সার বীজ এবং প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বই ও বিতরণ করা হয়েছে কিশোর কিশোরী ক্লাব সমূহে।
১৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপূর ১২ টায় সন্দ্বীপ উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে উক্ত কম্বল বিতরণ কাজে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম। এসময় জেলা প্রশাসকের সফর সঙ্গী চট্টগ্রাম থেকে আগত বিভিন্ন প্রশাসনিক লেভেলের কর্মকর্তাগন ও উপস্থিত ছিলেন। উক্ত কম্বল বিতরণ কাজের সমন্বয় করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাঈল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাঈল হোসেন জানান, শীত মৌসুমকে সামনে রেখে সন্দ্বীপে গরীব ও দুঃস্থদের মাঝে সর্বমোট ছয় হাজার পাঁচশত ষাটটি কম্বল বিতরণ করা হবে। আজ জেলা প্রশাসকের মাধ্যমে শতাধীক লোকজনের মাঝে বিতরনের মাধ্যমে এই কম্বল বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বাকি সব কম্বল প্রতিটি ইউনিয়নের লোকজনের মাঝে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।এই ব্যাপারে সকল চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করছি।